রাজনীতিবিদদের নিরাপত্তার জন্য আলাদা কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘লায়›স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১’-এর ১৭তম বার্ষিক জেলা সম্মেলন-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে একথা জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রেক্ষিতে রাজনীতিকদের নিরাপত্তার জন্য আলাদা কোনো আইন করা হবে কি না- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘নো, নো, নট এট অল’।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দরদী মন নিয়ে দেশের লায়নদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সেবার ক্ষেত্রে লায়নদের ভূমিকা সর্বজনবিদিত। দরিদ্র মানুষের কল্যাণে, শিক্ষা ক্ষেত্রে, স্বেচ্ছায় রক্তদানে ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণে লায়নরা সব সময়ই তারা তাদের অনন্য ভূমিকা রেখে চলেছেন। এ ধারাবহিকতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের পাশাপাশি লায়নদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মির্জা খোরশেদ আলম এমজেএফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন এমজেএফ। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন পরিষদ ও সংগঠনের আঞ্চলিক চেয়ারপার্সন (এইচকিউ) কানু বিশ্বাস দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একেএম রেজাউল হক এমজেএফ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, আঞ্চলিক চেয়ারপার্সন (এইচকিউ) ইএম মাহমুদুল হায়দার প্রমুখ।