শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ২টি বাইসাইকেল নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শুক্রবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ৮৬-৬ এস পিলারের কাছে ভারতের ১০৫ বিএসএফ ব্যাটালিয়নের মাহদীপুর বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
এব্যাপারে শিয়ালমারা কোম্পানি কমান্ডার্স হেডকোয়ার্টার্সের সুবেদার গোলাম রাব্বনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে জানান, সকাল ৭টার দিকে শিয়ালমারা বিজিবির সীমান্ত ফাঁড়ির অধীন ৮৬-৬ এস পিলারের কাছে তারকাঁটা কেটে ভারতীয় গরু ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় তাদের তাড়া করতে করতে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়ে।
তিনি জানান, এ সময় তারা বাংলাদেশি জমিতে কাজ করতে থাকা ২ বাংলাদেশি কৃষকের ২টি বাইসাইকেল নিয়ে চলে যায়।
নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আশফাক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে ভারতীয় পক্ষ বিকেল ৩টায় পতাকা বৈঠকে বসতে সম্মত হলেও বিকেল ৪টা পর্যন্ত বিএসএফের সাড়া মেলেনি।