ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন পত্রিকার প্রতিক্রিয়া

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন পত্রিকার প্রতিক্রিয়া

ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেণাস্ত্রের সফল পরীক্ষা এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার ভীতি বাড়িয়ে দিল। এমনকি এ সক্ষমতা ভারতকে চীনের অবস্থানে নিয়ে গেল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম।

গত বৃহস্পতিবার ভারত অগ্নি-৫ নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘটনায় মার্কিন পত্রিকাগুলোতে এভাবেই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং এর লক্ষ্যভেদের আওতায় রয়েছে- চীনের রাজধানী বেইজিংসহ প্রায় পুরো এশিয়া মহাদেশ, ইউরোপের সবগুলো দেশ এবং আফ্রিকা। তবে আমেরিকা মহাদেশ এর আওতার বাইরে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে মুহূর্তে এশিয়াতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত দ্বন্দ্ব বাড়ছে এবং এশিয়াতে সামরিকীকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে ঠিক সেই মুহূর্তে ভারত এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

ইউএস ডেইলি বলেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা পাঁচ হাজার কিলোমিটার। এই আন্তঃমহাদেশীয় পাল্লা ক্ষেপণাস্ত্রাটিকে বেইজিং এবং সাংহাইয়ে হামলার সক্ষমতা দেয়। এ কারণে এশিয়ায় এখন অস্ত্র প্রতিযোগিতার ভয় আরো বেড়ে গেল।

পত্রিকাটি জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির আন্তর্জাতিক নিরাপত্তা কর্মসূচির প্রধান গ্রায়েম হার্ডকে উদ্ধৃত করে বলেছে, বৃহস্পতিবার ওড়িষ্যা উপকূল থেকে কিছু দূরের হুইলার দ্বীপে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে। আর এর বাস্তবতা হলো পূর্ব এশিয়া বিশেষ করে চীন এবং ভারতে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়া।

আর এ মুহূর্তে এমন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোকে এক ধরনের উসকানি বলে বর্ণনা করেছেন হার্ড।

ভারতের এই কাজ চীনকে তার অস্ত্র ভাণ্ডার আরো বাড়ানোর ব্যাপারে উৎসাহ দেবে এবং পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরো দৃঢ় করবে বলে মত দিয়েছেন তিনি।

ওয়ালস্ট্রিট জার্নাল বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে, ভারতের ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি-৫ হলো সবচে উন্নত। এর ফলে দেশটি চীনের অবস্থানে চলে গেল যেখানে ভারতের অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম অনেক ক্ষেপণাস্ত্র চীনের অস্ত্র ভাণ্ডারে ইতোমধ্যে রয়েছে।

উল্লেখ্য, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১৭ মিটার দীর্ঘ এবং ৫০ টন ওজনের ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানিতে চলে। এটি এক টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। বিশ্বে বর্তমানে এই মানের ক্ষেপণাস্ত্র এতদিন শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীনের কাছে ছিল।

তবে ক্ষেপণাস্ত্রটি এখনও পরবর্তী পরীক্ষাধীন পর্য্যয়ে আছে বলে জানিয়েছে ভারত।  ২০১৪-১৫ সাল নাগাদ একে চূড়ান্তভাবে সামরিক বাহিনীতে সংযোজন করা যাবে বলে আশা করছে তারা।

আন্তর্জাতিক