বিজিএমইএ’র প্রস্তাব বিবেচনা করা হচ্ছে : শিল্পমন্ত্রী

বিজিএমইএ’র প্রস্তাব বিবেচনা করা হচ্ছে : শিল্পমন্ত্রী

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বৃপস্পতিবার শিল্প মন্ত্রণালয় সভাকক্ষে ৫ সদস্য বিশিষ্ট বিজিএমইএ’র প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিজিএমইএ প্রেসিডেন্ট শফিউল ইসলাম, গার্মেন্টস শিল্প পার্ক সংক্রান্ত কমিটির চেয়ারম্যান খন্দকার এফ রহমান শামীম, বিজিএমইএ মহাসচিব এহসানুল পাত্তাহ, বিজিএমইএ প্রকৌশলী শামসুল হক, পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্ত্রী এসময় বলেন, ‘দেশকে শিল্পায়িত করতে এবং আমাদের শিল্পকে প্রটেক্ট দিতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, সরকার আসবে সরকার যাবে। র্পূববতী সরকারের পলিসি ধরে রাখতে হবে।’ তবেই দেশের উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।

এসময় বিজিএমইএ প্রেসিডেন্ট শফিউল ইসলাম গার্মেন্টস শিল্পে বাস্তবায়নের লক্ষ্যে বিজিএমইএ’র প্রস্তাবনাগুলো মন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রস্তাবনার মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ে মুন্সিগঞ্জ জেলার বাউশিয়ায় ৩০০ একর ভূমি অধিগ্রহণ, জমি অধিগ্রহণ বাবদ অর্থ বিসিক প্রদান করবে এবং পরবতীতে বিজিএমইএ এই অর্থ প্রদান করবে, আনুসঙ্গিক কাজ বিজিএমইএ কর্তৃক সম্পাদিত, বিজিএমইএ র্কতৃপ আগ্রহী শিল্পদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ প্রভৃতি।

অর্থ বাণিজ্য