সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

পটুয়াখালীর রাঙ্গাবালীর দারছিরা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে হাজারও মানুষ। সেতুটি নির্মাণ হলে রাঙ্গাবালী ও বড়বাইশদিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানান এলাকাবাসী।

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের খালগোড়া থেকে বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকার মধ্যদিয়ে বয়ে গেছে দারছিরা নদী। ওই দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পাড়াপার। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খেয়া চলাচল করে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এ খেয়া দিয়ে দুই ইউনিয়নের অন্তত ৪ হাজার স্কুল-কলেজ-মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পার হয়। খেয়ায় পারাপারের সময় নিত্যপ্রয়োজনীয় মালামাল ও মটরসাইকেল নিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ে মানুষ। এছাড়া বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ খেয়া পার হয়।

খেয়াঘাটে অপেক্ষারত বড়বাইশদিয়া ইউনিয়নের এক ব্যবসায়ী বিধান মন্ডল। তিনি বলেন, ভাই কি কমু? আপনি দ্যাখেন দোকানের মালামাল নিয়া কত কষ্ট কইরা যাইতে আছি। ঝড়ের সময় নদী উত্তাল থাহে (থাকে) হেই সময়ও দোকানের মালামাল ও জীবনের ঝুঁকি লইয়া (নিয়া) পার হই। সরকারের দারে (কাছে) দাবি দ্রুত সেতু নির্মাণ করেন।

রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ওখানে একটি সেতু নির্মাণ করা দরকার।

এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী সিকান্দার বলেন, দারছিরা নদীর ওপর সেতু নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলা সংবাদ