টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে প্রথমে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে গড়িয়েছে ম্যাচটি। এই ম্যাচে ফিরেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশের বাইরে ছিলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফিকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।

নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। ম্যাচের ৩২তম ওভারের প্রথম বলটি মাঠে গড়ানোর পরই বৃষ্টি নামে। বৃষ্টির আগে ৩১.১ ওভার খেলে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪ উইকেটে ১৫৭ রান। তামিম ইকবাল ৬৪ (৮৮ বলে ৮টি চারে) এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ রানে (৫৬ বলে চারটি চার ও একটি ছক্কায়) অপরাজিত ছিলেন।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দারুণভাবেই। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের জয় পেয়েছে লাথাম বাহিনী। ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারী কিউইরা তোলে ২৮৯ রান। জবাবে নেইল ও`ব্রেইনের সেঞ্চুরির (১০৯) পরও ২৩৮ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশ একাদশ :  মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম (অধিনায়ক), লুক রনকি, নেইল ব্রুম, জর্জ ওয়ার্কার, রস টেলর, কলিন মুনরো, জিমি নিশাম, সেথ রেনস, মিচেল স্যান্টনার, ইস সোধি ও হামিশ বেনেত।

খেলাধূলা