দেশে খাদ্য সংকট নিয়ে ষড়যন্ত্র চলছে : খাদ্যমন্ত্রী

দেশে খাদ্য সংকট নিয়ে ষড়যন্ত্র চলছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, একটি কুচক্রি মহল খাদ্য সংকট দেখিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই বাজারকে অস্থিতিশীল করার পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক জড়িত।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ বিষয়ে মাঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এবার আমাদের বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৯১ লক্ষ মে.টন। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হয় আমরা ১ কোটি ৮০ মে.টন ফসল পাবো।

তিনি বলেন, মধ্যস্বভোগীরা কৃষকদের বঞ্চিত করে যদি তাদের কার্ড নিয়ে নেয় সেখানে আমরা কিছুই করতে পারি না। তারপরও আমাদের অফিসারদের প্রতি নির্দেশ থাকবে আপনারা আরো সর্তকতা অবলম্বন করবেন। আমার অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে খাদ্য মন্ত্রী কামরুল হাসান ঠাকুরগাঁওয়ে ৩৬টি মিলারের সঙ্গে আড়াই হাজার মে. টন চালের চুক্তি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল ইসলাম, রংপুর বিভাগের খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কূরাইশী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান প্রমুখ।

জেলা সংবাদ বাংলাদেশ