ওয়াজেদ মিয়া জনগণের কল্যাণে কাজ করে গেছেন : ইয়াফেস ওসমান

ওয়াজেদ মিয়া জনগণের কল্যাণে কাজ করে গেছেন : ইয়াফেস ওসমান

বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ওয়াজেদ মিয়া মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
সোমবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রাক্তন চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতি স¤পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়-এ বিশ্বাস নিয়ে ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।
তিনি বলেন, তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত হয়েছে। পেশাগত এবং ব্যক্তি জীবনেও তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও নিরহংকার। তাঁর জীবনাদর্শ, সততা ও একনিষ্ঠতা আমাদেরকে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, এম এ ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন রূপপুর পরামাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ