গ্রীষ্মে বুকের ছাতিফাঁটা রোদ আর তাপদহে প্রকৃতিতে দেশীয় রসালো ফলের সমারোহের বার্তা দেয়া মধুমাসের শুরু আজ।
সোমবার পহেলা জৈষ্ঠ্য। প্রকৃতিতে শুরু হয়েছে দেশীয় হরেক ফলের দিন। চারদিকে এখন দেশীয় বিভিন্ন রসালো ফলের মাতোয়ারা সৌরভ।
বাঙালির রসনা তৃপ্তির মাস জৈষ্ঠ্য। মধুমাসে বাংলাদেশে মেলে আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গী, বেল, কাঁচা তাল, লটকনসহ হরেক ফল।
এদিকে, মধুমাস শুরুর আগেই দেশের প্রায় প্রতিটি এলাকায়, বাজারে মৌসমুী ফলের সমরোহ। বিভিন্ন ফলে ছেয়ে গেছে বাজার।
শহুরে প্রতিটি বাজার ও অলি-গলি এবং গ্রামীণ হাটবাজারে এখন মিলছে সব রকমের দেশীয় ফল। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে মধুমাসের ফল আসছে রাজধানী ঢাকার বাজারে। দামও অনেকটাই সাধ্যের মধ্যে। এছাড়া অনেক জায়গাতেই বসতে চলেছে আম-কাঁঠাল-লিচুর মেলা।