স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বলেছেন, ‘বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও র্যাব তদন্ত করছে। সরকার তার সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে।’
তিনি আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে পুলিশ ব্যর্থ হয়নি। তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘মাদক প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য পারমানবিক বোমার চেয়েও ভয়াবহ। পারমানবিক বোমা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকরী থাকে ও ক্ষতি করে। কিন্তু মাদকদ্রব্যের নির্দিষ্ট সময়সীমা নেই, এটি একজন মানুষের সারা জীবনের জন্য ক্ষতির কারণ।
তিনি বলেন, মাদক শুধু নিজেই একটি সমস্যা নয়, এটি আরো অনেক সমস্যা ও অপরাধের সূতিকাগার। চুরি, ছিনতাই ও রাহাজানি বাড়ানো ছাড়াও মাদকদ্রব্য জনস্বাস্থ্যের জন্যও বিরাট হুমকিস্বরুপ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান।