ডিসিসি নির্বাচনে আদালতই সমাধান দেবেন: আইনমন্ত্রী

ডিসিসি নির্বাচনে আদালতই সমাধান দেবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন(ডিসিসি) নির্বাচনের ব্যাপারে আদালত তার সুবিবেচনায় আইন পরীক্ষা নিরীক্ষা করে যে নির্দেশনা দিয়েছেন সেটিই থাকবে। বিষয়টি যখন আদালতে গেছে। আদালতই বলে দিবেন কখন কি হবে। কখন কি করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অডিটোরিয়ামে `পূত্র সন্তানের অবর্তমানে উত্তরাধিকার সম্পদে কন্যা সন্তানের পূর্ণ অধিকার’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ এ সেমিনারের আয়োজন করে।

তিনি আরও বলেন, আদালত বলেছেন ডি লেমুটেশনের কথা। পাশাপাশি বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা হাল নাগাদ করে কেন নির্বাচন করা হবে না। ইসিকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। এ জবাব দেবার পরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। পরে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে। আদালত যে রায় দেয় সেটাই আইন। সেটা মানতে হবে।

বাংলাদেশ