ভারতীয় চলচ্চিত্রের অনেক রেকর্ডই ভেঙ্গে দিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি বাহুবলী ২। এস এস রাজমৌলি পরিচালিত ছবিটি যতই দিন যাচ্ছে, ততই নিজের রেকর্ড ভাঙছে। হিন্দি, তেলেগু আর তামিল ভাষায় সব মিলিয়ে ছবিটির আয় ২ হাজার কোটি রূপিরও বেশি। কিন্তু ছবিটির সাফল্য কিছুটা ম্লান করেছে পাইরেট সমস্যা।
মুক্তির পর ছবিটি ফেসবুকে ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরে ছবিটি বাইরে চলে আসায় কিছু সংখ্যক দর্শককে হলে নেয়া সম্ভব হয়নি বলেই অভিমত তাদের।
চলচ্চিত্র বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস অব সিনেমা এক প্রতিবেদনে দাবি করেছে, বড় বাজেটের ছবিটি সাইবার অপরাধের শিকার হয়েছে কোনো ভারতীয় ব্যক্তির মাধ্যমে নয়। তাদের দাবি, এক বাংলাদেশি ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয়। এরফলে মুহুর্তের মধ্যেই ছবিটি অনেকের নাগালে চলে যায়।
অবশ্য তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত ছবিটি হলে আসার পরই তা ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভাষাটি অনেকের কাছেই বোধগম্য না হওয়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি নির্মাতাদের। পরবর্তীতে হিন্দি ভাষায় ডাবকৃত ছবিটির বিভিন্ন অংশ ভার্চুয়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তবে পুরো ছবিটি প্রথম যাদের বা যার হাত ধরে বাইরে ছড়িয়ে পড়ে সে কোনো ভারতীয় নয় বলেই সংবাদমাধ্যমটি দাবি করেছে। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাংলাদেশ থেকে পুরো ছবিটি ফেসবুকে ফাঁস করা হয়। অবশ্য এই দাবির পেছনে কোনো প্রমাণ তারা দেয়নি। বিষয়টিকে ধারণার পর্যায়ে রেখেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্লকবাস্টার ছবি ফেসবুকের মাধ্যমে ফাঁস হওয়া নতুন ঘটনা নয়। এর আগে আমির খান অভিনীত দঙ্গল ডুবাইয়ের একদল সাইবার অপরাধীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ছড়িয়ে যায়। যা অনলাইনে প্রায় আড়াই লাখ মানুষ দেখে। একই সমস্যায় পড়েছিল সিনগাম ৩ ছবিটিও।