চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। হেরেও ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালের টিকিট পেয়ে গেছে জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলে রিয়াল জয় পেয়েছে ৪-২ ব্যবধানে।
হেরে যাওয়া ম্যাচটিতে গোলের রেকর্ড গড়েছে লস ব্লাঙ্কসরা। এস্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেছেন ইসকো। খেলার ৪২ মিনিটের মাথায় স্প্যানিশ এই মিডফিল্ডার গোলটি করলে রেকর্ড বইয়ে নাম উঠে যায় রিয়ালের।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬১ ম্যাচে গোলের দেখা পেল রিয়াল। রেকর্ডটা এখনও অবশ্য এককভাবে নিজেদের দখলে নিতে পারেনি রিয়াল। বর্তমানে তারা ভাগ বসিয়েছে বায়ার্ন মিউনিখের রেকর্ডে।
এর আগে টানা ৬১ ম্যাচে গোলের দেখা পেয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচে সেভিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল করলেই টানা গোল করার রেকর্ডটি এককভাবে নিজেদের দখলে নেবে রিয়াল।