দেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

দেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গৌতম বুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি অন্তর্ভূক্ত করে জিয়াউর রহমান এদেশে জঙ্গিবাদের সূচনা করেন আর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে পুনর্বাসন করেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এছাড়াও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ানাপংস বক্তব্য রাখেন।
সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ মদদে যতই চেষ্টা করা হোক না কেন, খালাদা জিয়ার কোনো মনোবাসনা পূর্ণ হবে না। খালেদা জিয়া উস্কানি না দিলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে।
তিনি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আওয়ামী লীগ যে সংবিধান প্রণয়ন করেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সেই সংবিধানকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু করেছিল।
সবাইকে নিজ ধর্ম পালনের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই যদি নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে তাহলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে।
বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের প্রথম পর্বে ভোর সাড়ে ছয়টায় শুরু হয় প্রভাত ফেরি। এছাড়া সকাল সাতটায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটায় শান্তি শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ