পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিল সরকার

পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিল সরকার

চট্টগ্রামের আনোয়ারার গহিরা ও মিরসরাই, মৌলভীবাজারের শেরপুর, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকা ও বাগেরহাটের মংলায় ৫টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) গভর্নিং বোর্ডের প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১০-২০২০ সালের পরিপ্রেক্ষিত পরিকল্পনার আলোকে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। ওই পরিকল্পনায় ১৫ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য মোট ২০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।

আজাদ বলেন, ‘বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে এ ৫টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।’

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আগামী দুই বছরের মধ্যে দেশে পাঁচটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে এ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি চাঙ্গা করার স্বার্থে দ্রুত এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য কতিপয় নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, ‘সরকার দেশের অর্থনীতি গতিশীল করতে প্রতিটি বিভাগে অন্তত একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। পরে আরো কয়েকটি এলাকায় এ ধরনের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।’

প্রধানমন্ত্রী অর্থনৈতিক-অঞ্চল-কর্তৃপক্ষের প্রতি এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নিয়মনীতি সহজ করার নির্দেশ দেন। তিনি এখানে কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠার ওপর জোর দেন।

শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সময় এসব অঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং এসব অর্থনৈতিক অঞ্চলের শ্রমিক-কর্মচারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন।

বৈঠকে বিইজেডএর পরিচালনা আইন ২০১২ এবং এর কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি-বিধি-অনুমোদন করা হয়।

বৈঠকে গভর্নিং বোর্ডের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়‍ুয়া, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. মশিউর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন।

বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া ও সংশিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য