উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হতাশ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দিদিয়ের দ্রগবার একমাত্র গোলে কাতালানরা ১-০ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাব চেলসির কাছে।
ফল: চেলসি ১-০ বার্সেলোনা
স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে নেয় বার্সেলোনা। গার্দিওলার শিষ্যরা পাসিং ফুটবলে আধিপত্য বিস্তার করে স্বাগতিকদের উপর। সুযোগ চলে আসে নবম মিনিটে। চেলসির ডিফেন্ডারদের পরাস্ত করে গোলরক্ষক পেতর চেকের মাথার উপর দিয়ে বল জালের উদ্দেশ্যে পাঠান বার্সা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। তবে হতাশ হতে হয় মেসিদের। কারণ ক্রস বারে লেগে ফিরে আসে বল।
১৯ মিনিটে আবার সুযোগ নষ্ট করে সফরকারীরা। আন্দ্রেস ইনিয়েস্তার শট চেলসি গোলরক্ষক চেক ফিরিয়ে দিলেও বল চলে আসে ফ্যাব্রিগাসের পায়ে। এবারও তিনি পরাস্ত করতে পারেননি ইংলিশ রক্ষণদুর্গকে। ২৮ মিনিটে মেসির হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পেতর। ৪৩ মিনিটে মেসির বানিয়ে দেওয়া বল থেকে ফ্যাব্রিগাস চেলসি গোলরক্ষককে পরাস্ত করলেও বল গোল লাইন অতিক্রম করার আগ মুহূর্তে ফিরিয়ে দেন ডিফেন্ডার অ্যাশলে কোল।
একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় হতবাক বার্সেলোনা বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। ঠিক তখনই কাতালান শিবিরকে আরো বড় হতাশার বৃত্তে ঠেলে দেন দিদিয়ের দ্রগবা। পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের বানিয়ে দেওয়া বল রামিরেসের মাধ্যমে চলে আসে দ্রগবার পায়ে। সঙ্গে সঙ্গে জোড়ালো শটে চেলসিকে গোল উপহার দেন আইভোরিয়ান ফরোয়ার্ড (৪৫+২মি:)।
১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতির পরও বলের দখল থাকে বার্সার। তবে ভাগ্য সহায় না হওয়ায় সফলতার মুখ দেখেনি সফরকারীরা। বল কখনো গোল বার থেকে ফিরে এসেছে, আবার কখনো দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন চেলসির গোলরক্ষক চেক। খেলার শেষমুহূর্তেও দুটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৭ মিনিটে মেসির ফ্রিকিকের বল মাথার স্পর্শে কার্লোস পুয়োল গোলের উদ্দেশ্যে পাঠালেও চমৎকার দক্ষতায় ফিরিয়ে দেন চেক। অতিরিক্ত সময়ে (৯০+২মি:) পেদ্রোর শট ফিরে আসে গোলপোস্টে লেগে।
ভাগ্যদেবীর সহায়তা না পাওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে মাঠ ছাড়তে হয় মাথা নিচু করে। হারের জন্য ফাইনাল খেলার স্বপ্ন অনেকটা মলিন কাতালানদের! মঙ্গলবার ফিরতি লেগে চেলসিকে বড় ব্যবধানে হারাতে না পারলে ফাইনালের টিকিট কাটবে চেলসি।