জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের অংশ হিসেবে এবার সুনামগঞ্জসহ হাওর এলাকায় অকাল বন্যায় ব্যাপক ফসলহানি ঘটেছে। তিনি এসব এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানান। তাদের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি আজ দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
তিনি বলেন, দেশের বিশাল যুবসমাজকে হতাশা এবং মাদকাসক্তি থেকে মুক্ত করতে কর্মসংস্থানের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১০ কোটি ৮১ লাখ লোক কর্মক্ষম। এর মধ্যে ৫ কোটি ৮১ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। বাকিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি দেশকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে প্রশ্ন রেখে তিনি বাজার নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার