সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে।
শনিবার সন্ধ্যায় নগরীর টাউন হল মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ বেতার আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠানে শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এর সাফল্য ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক রংপুর সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রধান অতিথি এবং বাংলাদেশ বেতারের উপ-পরিচালক জেনারেল (প্রোগ্রাম) সালাহউদ্দিন আহমেদ ও পরিচালক (প্রোগ্রাম) নাসরুল্লাহ মো. ইরফান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
মেয়র বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১-এর মধ্যে উন্নত দেশে পরিণত করতে মানুষকে উৎসাহ প্রদানে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের যথাযথ বাস্তবায়ন ও এ সম্পর্কে জনগণকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
সৈয়দ মোস্তফা কামাল তার সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা এই ১০ বিশেষ উদ্যোগের উল্লেখ করেন।
তিনি বলেন, এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনসহ উল্লেখিত সকল খাতে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগে ডিজিটাইজেশন ও আইটিসহ সকল খাত যুগান্তকারী পরিবর্তনের ধারায় এগিয়ে চলছে।
নাসরুল্লাহ মো. ইরফান বলেন, বিগত ৮ বছরে ভিশন-২০২১ বাস্তবায়ন, উন্নয়ন ত্বরান্বিত করতে ডিজিটাইজেশন এবং সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে।