জাতীয় পর্যায়ের ৫১টি প্রকাশনীর স্টল নিয়ে বরিশালে ৭ দিনব্যাপী বিভাগীয় বই মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে নগরীর জিলা স্কুল মাঠে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘চেতনার জাগরণে বই’ এই স্লোগানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, বরিশাল জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু . জিয়াউল হক সহ অন্যরা।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সৃজনশীল ও জ্ঞানমূলক গ্রন্থ প্রকাশনায় নিয়োজিত জাতীয় পর্যায়ের ৫১টি প্রকাশনীর স্টল রয়েছে মেলায়।