শিশু-কিশোরদের জঙ্গি ও মাদক থেকে দূরে রাখুন : তথ্যমন্ত্রী

শিশু-কিশোরদের জঙ্গি ও মাদক থেকে দূরে রাখুন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিশু-কিশোরদের জঙ্গি ও মাদক থেকে দূরে রেখে গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশের শিশু-কিশোর সংগঠন ‘আরলি এক্ট ক্লাবে’র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, যেমন বীজ, তেমনই ফল। জীবনের প্রথম পাঠশালা আমাদের গৃহ সেখানে যদি সন্তানকে সুশিক্ষিত করা হয়, তাদের বন্ধুত্বের দিকেও সুদৃষ্টি দেয়া হয়, তবেই জঙ্গি ও মাদকের কবল থেকে সুরক্ষিত থেকে মুক্তমনা মানুষ হিসেবে সে বেড়ে উঠতে পারে।
রোটারীসহ এ ধরনের সংগঠনগুলোর দেশপ্রেমের মন্ত্রে কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, সংগীত, নৃত্যকলাসসহ সংস্কৃতির নানা চর্চায় এদের অগ্রণী ভূমিকার মাধ্যমে আনন্দময় সমাজ নির্মাণ সম্ভব।

বাংলাদেশ