দেশের সুবিধাবঞ্চিত মানুষকে গ্রাম আদালত আইনের আওতায় আনতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, সাধারণ মানুষকে গ্রাম আদালত আইন ও আইনের মধ্য দিয়ে তাদের যে অধিকার নিশ্চিত করা হয়েছে সে বিষয়ে সচেতন ও সংবেদনশীল করে তুলতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভ’কিমা পালন করতে পারে।
বুধবার সকালে রাজধানীর রূপসীবাংলা হোটেলে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যকর করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভ’মিকা শীর্ষক জাতীয় পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নানক বনে, একটি সংবাদ একটি বঞ্চিত জনপদের মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন অসংখ্য উদাহরণ বাংলাদেশে রয়েছে।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগের বিষয়টি ছাড়া অধিকাংশ অধিকার থেকেই বঞ্চিত ও সে ব্যাপারে অসচেতন। গ্রাম আদালত মানবাধিকারের মূলনীতির দিকগুলোকে প্রাধান্য দেয়। এ অবস্থায় সংবাদমাধ্যম তার সহযোগিতার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান এনে দিতে পারে।
গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় হানাহানি পর্যন্ত ঘটে যায় উল্লেখ করে নানক বলেন, এ অবস্থান থেকে গ্রামগুলোকে বাঁচাতেই কার্যকর গ্রাম আদালত ভ’মিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন উইলিয়াম হান্না, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার, পিআইবি’র মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রণালয়নের অতিরিক্ত সচিব কেএম মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরামর্শ সভার কারিকরি সেশনে সঞ্চালকের ভ’মিকা পালন করেন বৈশাখী টেলিভিশনের এডিটর ইন চিফ মঞ্জুরুল আহসান বুলবুল। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা এতে অংশ নেন।