হেলিকপ্টার তৈরিতে রুশ-ভারত যৌথ যাত্রা

হেলিকপ্টার তৈরিতে রুশ-ভারত যৌথ যাত্রা

রাশিয়া ও ভারতের উদ্যোগে কেএ-২২৬টি নামের হেলিকপ্টার তৈরির জন্য একটি যৌথ কোম্পানির যাত্রা শুরু হয়েছে। বুধবার রাশিয়ায় ভারতীয় দূতাবাস তাদের ওয়েবসাইটে একথা জানায়। খবর বার্তা সংস্থা তাসের।
মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্স অব দি গভর্মেন্ট অব ইন্ডিয়া ২০১৭ সালের ২ মে ইন্ডিয়া-রাশিয়া হেলিকপ্টার্স লিমিটেড কোম্পানি উদ্বোধন করে। হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড অব ইন্ডিয়া এবং রাশিয়ান হেলিকপ্টার্স অ্যান্ড রোসোবোরোনেক্সপোর্ট যৌথভাবে হেলিকপ্টার তৈরি করবে। এক্ষেত্রে রাশিয়ার সহযোগিতায় ভারতে কেএ-২২৬টি নামের হেলিকপ্টার তৈরি একটি যুগান্তকারী ঘটনা।
উল্লেখ্য, ২০১৫ সালে রাশিয়া ও ভারত হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। এরপর যৌথভাবে হেলিকপ্টার উৎপাদনের জন্য গত অক্টোবর মাসে চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করা হয়।

আন্তর্জাতিক