এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাসের ৮০ দশমিক ৩৫ শতাংশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাসের ৮০ দশমিক ৩৫ শতাংশ

২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, এই পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট এভারেজ- জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
চলতি বছর, ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রীসহ সর্বমোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত বছর ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী। গতবার পাসের হার ছিলো ৮৮ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশ শীর্ষ খবর