বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে বিরোধী দল মিথ্যাচার করছে – মাহবুব-উল-আলম

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে বিরোধী দল মিথ্যাচার করছে – মাহবুব-উল-আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সন্ত্রাস দমনের রূপকার মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে  বিরোধী দল মিথ্যাচার করছে। ‘দ্বিতীয়বারের মতো আর তত্ববাবধায়ক সরকার পদ্ধতিতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা চাই না। গতকাল সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরমী সাধক লালন শাহ’র মুরাল উন্মোচন, ভেড়ামারা মডেল থানার ভিত্তি প্রস্থর উদ্বোধন, রহিমা-আফছার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন ও বিকালে মডেল হাইস্কুল মাঠে বিশাল জনসভায় একথা বলেন। তিনি আরো বলেন, ‘তত্ত্‌বাবধায়ক সরকার পদ্ধতি উচ্চ আদালত থেকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতের রায়ের আলোকেই এটা বাতিল হয়েছে। পদ্মাসেতুর বিষয়ে তিনি বলেন, ‘দেশের সমুদ্র বন্দরগুলো চালু করার জন্য পদ্মাসেতু নির্মাণ অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ। সেতু নির্মাণের সব বাধা দূর হয়েছে। কয়েক মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শুরম্ন হবে। ‘হয়ত এই সরকারের আমলে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে না। আশা করি, ২০১৪ সালের মধ্যে এ নির্মাণ কাজ সম্পন্ন হবে।বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে ভেড়ামারা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু বক্কার সিদ্দিক সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। এছাড়াও  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরমী শাধক লালনশাহ্‌’র মুরাল আনুষ্ঠানিক ভাবে উন্মোচন ও ভেড়ামারা মডেল থানার ভিত্তি প্রস্থর উদ্বোধন অনুষ্ঠানের আরো উপস্থিত  ছিলেন যুগ্ন সচিব ও জেলা প্রশাসক বনামালি ভৌমিক,পুলিশ সুপার মফিজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম সহকারী পুলিশ সুপার সিএ হালিম, সহকারী কমিশনার (ভূমি) আজাদ জাহান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আজম খান  ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

রাজনীতি