সংরক্ষিত আসন: শনিবার চূড়ান্ত হচ্ছে আ.লীগের প্রার্থী মনোনয়ন

সংরক্ষিত আসন: শনিবার চূড়ান্ত হচ্ছে আ.লীগের প্রার্থী মনোনয়ন

সংরক্ষিত (নারী) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন শনিবার চুড়ান্ত হচ্ছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠেয় দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হতে পারে। গত ২১ নভে¤¦র অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি হলে স্বাক্ষাৎকার নেওয়া হবে।

আওয়ামী লীগ সূত্র জানা গেছে, জাতীয় সংসদের পাঁচটি আসনের বিপরীতে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ২২ থেকে ২৪ নভে¤¦র পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়।

সূত্র আরো জানায়, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংবাদিক ও লেখিকা বেবী মওদুদ, সঙ্গীত শিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সার, যুব মহিলা লীগ নেত্রী অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা দৌলা।

উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী মোতাবেক জাতীয় সংসদে সংরক্ষিত আসন (মহিলা) পাঁচটি বাড়ানো হয়েছে। এর মাধ্যমে বর্তমানে সংরক্ষিত আসনের (মহিলা) সংখ্যা হবে ৫০। সংবিধান সংশোধনের মাধ্যমে সৃষ্টি করা জাতীয় সংসদের পাঁচ নতুন সংরক্ষিত (নারী) আসনের নির্বাচনের লক্ষ্যে ৩০ নভে¤¦র মনোনয়ন পত্র দাখিল, ১ ডিসে¤¦র যাচাই-বাছাই ও ৭ ডিসে¤¦র মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আর আগামী ২৬ ডিসে¤¦র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, নির্বাচনে ৫ এর অধিক প্রার্থী না থাকলে কোনও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ শীর্ষ খবর