ইউরোপের ঋণ সংকট মোকাবেলায় এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য জাপান আইএমএফকে ৬ হাজার কোটি ডলার সহায়তা দেবে।
অর্থনীতি ত্বরান্বিত করার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এই সাহায্য দেওয়া হবে। জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি মঙ্গলবার এ কথা জানান।
ওয়াশিংটনে হতে যাওয়া ২০টি দেশের অর্থনৈতিক প্রধানদের বৈঠকের কয়েকদিন আগেই এ ঘোষণা দেওয়া হলো। ওই বৈঠকেও আলোচনার মূল বিষয় থাকবে ঋণ সংকট।
টোকিওর এ প্রতিশ্রুতি সম্ভবত কোনো সদস্য দেশ থেকে সবচেয়ে বড় অবদান। জাপান আইএমএফের দ্বিতীয় বড় স্টেকহোল্ডার। এ ক্ষেত্রে প্রথম যুক্তরাষ্ট্র।