নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলোকে আগ্রহপত্র দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলোকে আগ্রহপত্র দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগ্রহপত্র (লেটার অব ইনট্যান্ট) বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এবং বুধবারের মধ্যে বোর্ড অনুমোদিত ৯টি বাণিজ্যিক ব্যাংক এ আগ্রহপত্র পেয়ে যাবে।

এর আগে সোমবার ৩০টি শর্ত সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক এই আগ্রহপত্র চূড়ান্ত করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, প্রবাসী উদ্যোক্তাদের মালিকানায় প্রস্তাবিত একটি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত আগ্রহপত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন।

অর্থ বাণিজ্য