মংলায় দুই কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার

মংলায় দুই কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার

খুলনার কয়রা থানাধীন মংলা বন্দরের বানিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে তক্ষক ৩টি উদ্ধার করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের কমান্ডার বিএন এ এইচ এম শামীম জানান, বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিরল প্রজাতির প্রাণী উদ্ধারে অভিযানটি চালায়। উদ্ধার তক্ষক তিনটির ওজন প্রায় আধা কেজি। দাম প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।

তিনি বলেন, তক্ষক তিনটি নলিয়ান বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে। বন বিভাগ ও কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষক তিনটিকে বৃহস্পতিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

জেলা সংবাদ