বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান

নাইজেরিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঙ্গলবার (২৫ এপ্রিল) নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনব্যাজোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর বিভিন্ন যুগোপযুগী পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে আজ বিশ্বের বুকে অন্যতম একটি সেনাবাহিনী হিসেবে বিবেচিত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য আজ বিশ্বে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে সফলতার মডেল নাইজেরিয়ার সেনাবাহিনী সে দেশে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর ও দুই দেশের সেনাবাহিনীর সুসম্পর্কের খবর নাইজেরিয়ার বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ৬ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দলসহ নাইজেরিয়ান সেনাপ্রধানের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন। নাইজেরিয়া সফর শেষে প্রতিনিধি দলটি বুধবার (২৬ এপ্রিল ) ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবেন।

বাংলাদেশ