শোয়েব ফারুকীর `স্রষ্টার জন্য খাবার` সেরা আলোকচিত্র

শোয়েব ফারুকীর `স্রষ্টার জন্য খাবার` সেরা আলোকচিত্র

পিংক লেডি ফুড ফটোগ্রাফার-২০১৭ প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শোয়েব ফারুকী।

তার তোলা ‘স্রষ্টার জন্য খাবার’ বা ‘ফুড ফর গড’ শিরোনামের ছবিটির জন্য জুরি বোর্ডের কাছে তিনি ওভারঅল উইনার নির্বাচিত হন।

নাইকন ক্যামেরায় তোলা আলোচিত ছবিটি প্রতিযোগিতার ফুড ফর সেলিব্রেশন ক্যাটাগরিতে মনোনয়ন পায়।

এই ক্যাটেগরিতে বিশ্বজুড়ে উৎসবের বিভিন্ন খাবারের ছবি আহ্বান করা হয়েছিল। ওই আবেদনে সাড়া দিয়ে বিশ্বের নামি-দামি আলোকচিত্রীরা ক্রিসমাস, দেওয়ালী, জন্মদিনের উৎসব কিংবা বিয়ের আয়োজনে খাবার পরিবশেন, জমায়েত লোকজন, নিমন্ত্রিতদের আহারের দৃশ্য এবং খাবার রান্নার ছবি জমা দেয়।

শোয়েব ফারুকী তার ছবিতে দুটি উপাদান রেখেছেন। রান্নার দৃশ্যের পাশাপাশি পাশেই প্রার্থনারতদের দেখিয়েছেন। ওই দৃশ্য স্পষ্ট বার্তা দেয় খাবার তাদের জন্যই রান্না করা হচ্ছে।

বাংলাদেশ