ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি রাজধানী দিল্লীর তিন পৌরসভার নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসকে ধরাশায়ী করে জয়লাভ করেছে।
দিল্লীর উত্তর, দক্ষিণ ও পূর্ব তিন পৌরসভার সবকটিতেই বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এএপি দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
বিজেপি প্রধান অমিত শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘এ নির্বাচনে বিজেপির জয়ের জন্য আমি দিল্লীর ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। দিল্লীর জনগণ নেতিবাচক রাজনীতি পরিহার করেছে।’
এদিকে পৌরসভা ভোটে বিপর্যয়ের পর এএপি হারের সব দায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর চাপিয়েছে।
এপিপি’র দিল্লীর মন্ত্রী গোপাল রায় বলেন, ‘দিল্লীর তিন পৌরসভা নির্বাচনে ইভিএম জালিয়াতি বিজেপি’র জয়লাভের ক্ষেত্রে সহায়তা করেছে।
দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেন, ইভিএম কারসাজি ছাড়া এসব নির্বাচনে বিজেপি’র জয়লাভ সম্ভব ছিল না।
এদিকে এই ফলাফলের কারণে দিল্লীর কংগ্রেস সভাপতি এবং সাবেক মন্ত্রী অজয় মাকেন আজ পদত্যাগ করেছেন।