বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ট্রেনের ছাদ থেকে পড়ে ১৫-১৬ জন আহত হয়েছেন। ট্রেনটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বাকৃবির ধূমকেতু মাঠ সংলগ্ন রেল স্টেশনের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী চলন্ত মহুয়া ট্রেনটির সর্বশেষ বগির উপর দুই পাশ থেকে দুইটি গাছ হেলে পড়লে ট্রেনের ছাদে অবস্থান করা যাত্রীরা গাছের আঘাতে ছিটকে পড়ে।
এতে ১৫-১৬ জন যাত্রী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, আমি ঘটনার শুনার পর পরই ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেই সঙ্গে আহতদের আত্মীয়-স্বজনের কাছে দুর্ঘটনার খবর জানাই।
ময়মনসিংহ রেলওয়ে গোয়ান্দা বিভাগের উপপরিদর্শক জিয়াউল হক বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ করা আইনত দণ্ডনীয়। দুর্ঘটনা এড়াতে আমরা যাত্রীদের ছাদে ভ্রমণ করতে নিষেধ করি।
তিনি বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানতে পেরেছেন।
ট্রেনের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, সামনের ইঞ্জিনের চিমনি কিছুটা বেঁকে যাওয়া ছাড়া ট্রেনের তেমন কোনো ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।