বাজেটে অর্থ বরাদ্দের দাবি বেসরকারি প্রাথমিক শিক্ষকদের

বাজেটে অর্থ বরাদ্দের দাবি বেসরকারি প্রাথমিক শিক্ষকদের

ছয় হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ২৪ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণের লক্ষ্যে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ। একইসঙ্গে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩ মে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত ৬৪টি জেলায় পর্যায়ক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১০ জুলাই প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ শামসুল আলম বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক ঘোষণায় প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন। এর পরে প্রায় ৪০ বছর অতিবাহিত হওয়ার পরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি ২০১৩ তার এক ঘোষণায় ২৬ হাজার ১ শত ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যায় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন।

তিনি বলেন,প্রধানমন্ত্রী ঘোষণার পরেও বর্তমানে চলমান, স্থাপিত-আবেদিত ও অনুমতিপ্রাপ্ত, ২৪ মে ২০১২ এর পূর্বে দলিলকৃত, ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত ও অপেক্ষামান প্রায় ছয় হাজার প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকরা কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমন্বয়কারী, মৃগেন্দ মোহন সাহা, এস এম আব্দুল মান্নান সিদ্দিকী, আতাউর রহমান, হাফিজুর রহমান, রফিক আহমেদ, আতাউর রহমান প্রমুখ।

Featured