আজ শেষ দিন : এখনও ৪৮ সহস্রাধিক হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধন বাকি

আজ শেষ দিন : এখনও ৪৮ সহস্রাধিক হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধন বাকি

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমা রোববার বিকেলে ৫টায় শেষ হচ্ছে। এবার বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা। তাদের মধ্যে এর আগে এক লাখ ১৩ হাজার ১৩২ জন প্রাক-নিবন্ধিত হয়েছেন।

গতকাল (শনিবার) পর্যন্ত ৪৮৯টি হজ এজেন্সি ৬৪ হাজার ৮৮২ হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন করেছে। সে হিসেবে রোববার শেষ দিনে অর্থাৎ বিকেল ৫টার মধ্যে আরও ৪৮ হাজার ২৫০ হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছর ৬৩৮ এজেন্সির মাধ্যমে (সমন্বিত এজেন্সির সংখ্যা ১০৯৪) এক লাখ ১৩ হাজার ১৩২ জন হজযাত্রী প্রাক-নিবন্ধিত হয়েছেন। ইতোমধ্যেই ৬৩৭ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ এক লাখ ছয় হাজার ৫২৯ হজযাত্রীর নিবন্ধনের ফরম পূরণ করেছেন। সমন্বয় হয়নি ৪৯৫ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রীর।

গতকাল পর্যন্ত মোট ৬৩৮ এজেন্সির মধ্যে ২১৫ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ তাদের প্রাক-নিবন্ধিত সব হজযাত্রীর নিবন্ধনের তথ্য পূরণ করেছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮৯ হজ এজেন্সি ৬৪ হাজার ৮৮২ জন হজযাত্রীর নিবন্ধন করেছে। সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৫৫৭ জন হজযাত্রীর নিবন্ধন তথ্য পূরণ হয়েছে এবং তাদের মধ্যে তিন হাজার ৪৯০ জন নিবন্ধিত হয়েছেন।

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা।

বেসরকারিভাবে বিপুল সংখ্যক হজযাত্রীর নিবন্ধন এখনও বাকি থাকা প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেইন বলেন, ‘আজ (রোববার) দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৬৯ হাজার হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন হয়েছে।’ বিকেল ৫টার আগে হজ নিবন্ধন শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হজ নিবন্ধনের জন্য আবারও সময় বৃদ্ধি করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই।’

বাংলাদেশ