বর্তমান সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে : চুমকি

বর্তমান সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষা থেকে যাতে কোনো শিশু বঞ্চিত না হয় সে জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর উচ্চবিদ্যালয়ে নব-নির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আজকের শিশু, আগামীর কর্ণধার, তারা শিক্ষিত হলে দেশ আরও বেশি এগিয়ে যাবে- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলাদেশের শিশুরা শিক্ষিত হলে দেশে দারিদ্র্য এমনিতেই হ্রাস পাবে, আর দারিদ্র্য হ্রাস পেলে দেশ উন্নত হবে’।

তিনি বলেন, আজকের শিশুরাই একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফুর ইসলাম সরকার তোরণ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ প্রমুখ।

Featured বাংলাদেশ শীর্ষ খবর