২০১৭-১৮ অর্থ বছরের প্রাকবাজেট নিয়ে বরিশালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, প্রতিবছর উন্নয়ন খাতে বিপুল পরিমান অর্থ বরাদ্দ হয়। কিন্তু ওই বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় হয় না।
সেই সঙ্গে উন্নয়ন খাতে বরাদ্দের অর্থ যথাযথ ব্যয় হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য সরকারের নীতিনির্ধারক পর্যায়ের তদারকি আরও জোরদার করার ওপর মত দেন বক্তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে প্রাকবাজেট নিয়ে আঞ্চলিক পর্যায়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল ডিস্ট্রিক উইমেন ফোরামের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম ইমামুল হক।
সভার প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ বলেছেন, ২০১৮ সালে পদ্মাসেতু চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলে অনেক শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে। আমরা নদীমাতৃক এলাকা হওয়ার কারণে আমরা উন্নয়ন থেকে এখনও অনেক পিছিয়ে আছি। বর্তমান সরকারের সময়ে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আসন্ন জাতীয় বাজেটেও দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. এসএম ইমামুল হক বলেন, আমাদের দেশে শিক্ষা ও টেকনোলজি বিভাগ একই দফতরের অধীনে থাকায় বাজেটের অর্থ শুভংকরের ফাঁকি থেকে যাচ্ছে। তাই তিনি শিক্ষা ও টেকনোলজি বিভাগকে পৃথক পৃথক করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
ভিসি আরও বলেন, পায়রা বন্দরের কাজ শেষ হলে বরিশাল অঞ্চল অর্থনৈতিক ভাবে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবতেও পারবে না মানুষ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল ডিস্ট্রিক উইমেন ফোরামের সভাপতি ডা. বনলতা মুর্শিদা। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।
এছাড়া মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ড. এম আবু ইউসুফ।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপ-করকমিশনার এসএম গাউস, অধ্যাপক শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মানবাধিকার কর্মী ডা. সৈয়দ হাবিবুর রহমান, বিএম কলেজের সাবেক অধ্যাপক জাহিদ হাসান, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা প্রমুখ।