রাশিয়া দূতাবাস ঘিরে রাখা ১৪০ ব্লক অপসারণ

রাশিয়া দূতাবাস ঘিরে রাখা ১৪০ ব্লক অপসারণ

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে অবস্থিত রাশিয়া দূতাবাস। দূতাবাসের সামনের ফুটপাতে নির্মিত ১৪০টি কংক্রিট প্লান্টার ও লোহার বেষ্টনী অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব ব্লক অপসারণ করা হয়। অভিযানে ডিএনসিসি মেয়র আনিসুল হকসহ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

2016October

ডিএনসিসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রুশ দূতাবাস সংলগ্ন গুলশান নর্থ এভিনিউ, ৭৯ নম্বর সড়ক এবং ৮৩ নম্বর সড়কের পুরো ফুটপাত দখল করে রাখা হয়েছিল। এছাড়া গুলশান নর্থ এভিনিউয়ে ফুটপাত ও সড়কের ৩ ফুট পর্যন্ত এবং ৮৩ নম্বর সড়কের ফুটপাত ও সড়কের ৯ ফুট পর্যন্ত কংক্রিট প্লান্টার ও লোহার বেষ্টনী দিয়ে ব্লক তৈরি করে রাখা হয়েছিল। জনসাধারণের চলাচল বন্ধ রেখেছিল দূতাবাস কর্তৃপক্ষ।

2016October

সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি নোটিশ দিয়ে অন্যান্য দূতাবাসের সঙ্গে রাশিয়া দূতাবাসকেও ফুটপাত এবং রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের অনুরোধ করা হয়। পরে দূতাবাস কর্তৃপক্ষের সহযোগিতা চাইলে তারা ডিএনসিসিকে সড়কের ব্লক অপসারণে সহযোগিতার আশ্বাস দেন। এরপর আজ (বৃহস্পতিবার)

বাংলাদেশ