ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ

ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ

বাংলাদেশের সংবিধান প্রণেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ।

১৯৩৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৭ সালে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিস প্রুডেন্সে স্নাতক (সম্মান) ও ১৯৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল ডিগ্রি লাভ করেন তিনি।

পরে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। পরে আইন পেশায় নিয়োজিত হন।

তিনি জাতিসংঘসহ অনেক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সঙ্গে ৭২ সালে দেশে ফেরেন। ১৯৯১ সালে আওয়ামী লীগ ত্যাগ করে গণতান্ত্রিক ফোরাম নামে অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। পরে গণতান্ত্রিক ফোরাম থেকে গণফোরাম নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

গণফেরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানিয়েছেন, এবারও ড. কামাল হোসেনর পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় সময় কাটাবেন।

বাংলাদেশ