২১ নারী পুলিশ অ্যাওয়ার্ড পাচ্ছেন আজ

২১ নারী পুলিশ অ্যাওয়ার্ড পাচ্ছেন আজ

‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৭’-এ ভূষিত হলেন পুলিশের ২১ নারী সদস্য। পুলিশ বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদেরকে পুলিশ হেড কোয়ার্টার এই অ্যাওয়ার্ড দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক বর্ণাঢ্য আয়োজনে তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হবে।

যারা পাচ্ছেন এই অ্যাওয়ার্ড

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এবারের অ্যাওয়ার্ড পাচ্ছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল-আইজি) ফাতেমা বেগম, পুলিশ সুপার (এসপি-প্রশাসন) শেহেলা পারভীন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রীপা রানী দাস, ডিএমপি খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নাদিয়া জুঁই, র্যাব সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক শামীম আরা বেগম, তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের শিক্ষানবিশ সার্জেন্ট পলি আক্তার, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল আলিয়া খাঁ, সিএমপির কনস্টেবল মোছা. লতা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপনীয়) তাসমিয়াহ তাহলীল, পুলিশ স্টাফ কলেজ ঢাকা উপ-পরিচালক রওশন সাদিয়া আফরোজ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) সিনিয়র সহকারী কমিশনার নিশাত রহমান মিথুন, স্পেশাল পুলিশ ব্রাঞ্চ (এসবি) সহকারী পুলিশ সুপার শামসুর নাহার খানম, এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার, উইমেন সার্পোট সেন্টারের সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন, সিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই ইয়াছমিন আরা বেগম, বরগুনার এসআই জান্নাতুল ফেরদৌস, এআইজি প্রশাসন সুলতানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রবাসী সহায়তা সেল) আসমা বেগম রিটা, এসবির এসআই মর্জিনা খাতুন।

এছাড়া সংগঠন হিসেবে পুলিশ নারী কল্যাণ (পুনাক) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক পাচ্ছেন ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৭’।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ