সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের দুই পক্ষ একইস্থানে বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘাত এড়াতে বুধবার বেলা ১১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার জানান, সংঘাত এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বুধবার বেলা আড়াইটায় উপজেলা শহরের রামপাশা সড়কের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ ডাকেন সিলেট জেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর অনুসারীরা। একই সময়ে একইস্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুসারীরাও সমাবেশ আহ্বান করেন।
শফিকুর রহমানের অনুসারী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং আনোয়ারুজ্জামানের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মতচ্ছিন একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, এই দুই পক্ষ দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থান নিয়ে নিজস্ব বলয় শক্তিশালী করার চেষ্টা করছেন। পাল্টাপাল্টি মামলাও করেছেন দুই পক্ষের নেতারা। এর অংশ হিসেবেই আজকের বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়।
তবে ১৪৪ ধারা জারি হওয়ায় বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই ওই স্থানে সমাবেশ করতে পারেনি। এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।