‘সিটিং’ নাকি ‘লোকাল’, সিদ্ধান্ত বিকেলে

‘সিটিং’ নাকি ‘লোকাল’, সিদ্ধান্ত বিকেলে

রাজধানীর চলমান পরিবহন সংকট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে বুধবার বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এদিন বিকেল ৪টায় তেজগাঁও এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক থেকে বাস ও মিনিবাস চলাচলের নিয়মনীতি নির্ধারণ করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

সিটিং নাকি লোকাল? কোন ব্যবস্থা চালু হলে মানুষের ভোগান্তি কমবে? আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? এ বিষয়ে জানতে চাইলে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জাগো নিউজকে বলেন, ‘বিকেলে বিআরটিএর সঙ্গে মিটিং হবে। আমরা চাই বর্তমানে চলমান ‘লোকাল সার্ভিস’ব্যবস্থা বলবৎ থাকুক। তবে মিটিংয়ে বিআরটিএ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে চলব।’

এর আগে গত ৪ এপ্রিল গণপরিবহনের ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ ঠেকাতে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল থেকে আংশিক বন্ধ হয় কথিত সিটিং সার্ভিস। তবে লোকাল সার্ভিসেও ভাড়া নেয়া হচ্ছে সিটিং সার্ভিসের মতোই।

এদিকে, সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করতে রোববার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বসছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার ভয়ে সড়কে বাস নামাচ্ছেন না বাস মালিকরা। বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীতে কৃত্রিম পরিবহন সংকট তৈরি করে রেখেছেন তারা।

বাংলাদেশ