উড়োজাহাজ চালাতে আর প্রয়োজন হবে না জ্বালানির। বিদ্যুৎ কিংবা ব্যাটারিতেই চলবে বিমান। দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে ইলেকট্রিক উড়োজাহাজ বাস্তবে রূপ পেতে যাচ্ছে।
সম্প্রতি ভারতের দিল্লিতে জন্ম নেয়া প্রকৌশলী আশিষ কুমার তার এ উদ্ভাবনার কাজ শেষ করতে চলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত জুনুম অ্যারো সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
আশিষ কুমার নিজে হাইব্রিড-ইলেকট্রিক এয়ারক্রাফট তৈরি করছেন। তার এ কাজে সহযোগিতা করছে বোয়িং ও জেট ব্লু।
আশিষ কুমারের উদ্ভাবিত ইলেকট্রিন উড়োজাহাজে ২০টি আসন থাকবে। তিনি আশা করছেন, আগামী ২০২০ সালের শুরুতেই ভারতে এই উড়োজাহাজ আকাশে উড়তে পারে।
জ্বালানি ব্যবহার না করায় এই উড়োজাহাজের খরচ অনেকটাই কমে আসবে। তাই ইলেকট্রিক উড়োজাহাজের ভাড়াও হবে তুলমামূলক কম।