জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল’র পদত্যাগের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ সম্মেলনের তাৎপর্য বুঝতে কারো বাকি থাকেনি। স্টুয়ার্ট ল’র পদত্যাগের খবরটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কেন এত সুন্দর একটি চাকরি ছেড়ে দিচ্ছেন স্টুয়ার্ট ল? তিনি বলছেন, একান্তই ব্যক্তিগত কারণে তার চলে যাওয়া। পদত্যাগ পত্রেও তাই লিখেছেন।
আসলে বিদেশে চাকরি করতে গিয়ে পরিবারের সঙ্গে আগের সম্পর্কটা আর রাখতে পারছিলেন না স্টুয়ার্ট। ১০ বছরের ছেলেও পিতার মমতায় বেড়ে উঠতে পারছে না। পরিবারের জন্যই আসলে তার চাকরি ছেড়ে দেওয়া। স্টুয়ার্ট ল’ও তাই বললেন,‘পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়। সন্তানের বেড়ে উঠাও দেখতে পাই না। আমার বিশ্বাস সবাই একমত হবে যে, পরিবার সবার আগে। ক্রিকেট আমার জীবনের অনেক কিছু। কিন্তু আমি ভেবে দেখেছি পরিবারের চেয়ে আপন কিছু হতে পারে না। তারা সুখি না হলে আমিও সুখী হতে পারবো না। তার মানে আমাকে বাড়তি কিছু দিতে হবে। সত্যি বলতে ওই জন্যই চাকরি ছেড়ে দিতে হচ্ছে।’
বেশি দিন হয় না জাতীয় দলের কোচ হয়েছেন। ৩০ জুন বর্ষপূর্তী। চাকরির শর্তাবলী মেনে পদত্যাগের সময় নির্ধারণ করেছেন ওই ৩০ জুনকে। তিন মাস আগে নোটিশ দেওয়ার নিয়ম মেনে বিসিবিতে পদত্যাগপত্র দিয়েছেন ৩০ মার্চ। এশিয়া কাপে এত ভালো ফল হওয়ার পর ল’র কাছ থেকে পদত্যাপত্র পাওয়ায় সত্যিই বিস্ময়ের ব্যাপার ছিলো বিসিবি কর্মকর্তাদের জন্য। কিন্তু কোচের সঙ্গে আলোচনার পর তারাও নিশ্চিত হয়েছেন তার এই চলে যাওয়ার পেছনে অন্য কিছু নেই পরিবার ছাড়া। ওই দাবির সামনে শেষপর্যন্ত জোর খাটাতে পারেনি কেউ। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মতে,‘যখন পারিবারিক বিষয়টি মূখ্য হয়ে উঠে তখন আর কিছু বলার থাকে না। ওই জন্যই তাকে ছেড়ে দেওয়া। যদিও তাকে বিদায় বলতে আমাদের কষ্ট হচ্ছে। এমন একটা সময়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে যখন তার তত্ত্বাবধানে ধারাবাহিক পারফরমেন্স করতে শুরু করেছে বাংলাদেশ দল। তার প্রতি আমাদের শুভ কামনা থাকলো।’
২০১১ সালের ১ জুলাই নিয়োগ পাওয়ার পর জাতীয় দল নিয়ে আগস্টে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন স্টুয়ার্ট ল। অসম্ভব দুঃসময় গেছে জিম্বাবুয়েতে। একমাত্র টেস্টে পরাজয়। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যাবধানে হেরে যাওয়া ছিলো হতাশাজনক। ওই ব্যর্থতা কাটিয়ে উঠে পরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিতে জয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে থেকেও শেষ ম্যাচ জিতে নেয়। দুই টেস্টের প্রথমটি অমীমাংসিত থাকলেও পরেরটিতে হেরেছে। যদিও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে আগের ধারাবাহিকতা রাখতে পারেনি। পাকিস্তান দল তিন ধরণের ক্রিকেটেই ধবলধোলাই দেয় স্বাগতিকদের। তবে এশিয়া কাপে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ভারত এবং শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলে। যদিও জিততে জিততে শেষপর্যন্ত শিরোপা বঞ্চিত হয়। কোচ তার এই সংক্ষিপ্ত সময়ের গল্প বলছিলেন,‘সত্যিই এখানে আমার সময় খুব ভালো কেটেছে। আমার জীবনে অসাধারণ একটা অধ্যায় হয়ে থাকবে। ক্রিকেট এবং সংস্কৃতি সম্পর্কে আমি অনেক কিছু শিখেছি। এদেশের মানুষ সম্পর্কে অনেক জেনেছি। অনেক বন্ধু হয়েছে, যাদেরকে আমি কোন দিন ভুলতে পারবো না এবং ভুলতেও চাই না।’
কাজের জন্য এখানে যাদের সমর্থন পেয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অস্ট্রেলিয়ান। আট বছর ইংল্যান্ডে থাকার পর এখন দেশে ফিরে যেতে চান পরিবার নিয়ে। সে জন্যই বিদেশে চাকরি ছেড়ে দেওয়া।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন ল’কে বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার জন্য ধন্যবাদ দেন,‘স্টুয়ার্ট থাকলে আমরা বেশি খুশি হতাম। যাই হোক তার সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান দেখাচ্ছি এবং তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার জন্য। আমাদের দল অনেক উন্নতি করেছে যার কৃতিত্ব তাকে দিতেই হবে। শিগগিরই একজন প্রধান কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করবো আমরা।’