ভিক্টোরিয়ার হয়ে গত মৌসুমেই ব্যাট হাতে সাড়া জাগিয়েছিলেন। মোসাদ্দেক সৈকত, আব্দুল মজিদের সঙ্গে প্রথমে আলোচনায় থাকলেও হটাৎ করেই ঘটে ছন্দপতন। তবে এবার প্রাইম ব্যাংকের হয়ে আবারো জ্বলে উঠেছে তার ব্যাট। সৌম্য-সাব্বিররা দলে থাকলেও খেলাঘরের বিপক্ষের ম্যাচে সব আলো নিজের করে নিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
মঙ্গলবার বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। শুরুতেই বিদায় নেন অধিনায়ক মেহেদী মারুফ। এরপর দলীয় ৯৭ রানে সৌম্য (৩৯) ও সাব্বিরের (৩৬) বিদায়ের পর দলের হাল ধরেন আল-আমিন। জাকির হোসেনকে নিয়ে গড়েন ৯৯ রানের জুটি।
দুর্দান্ত ব্যাট করে প্রথম ৬১ বলে অর্ধশতের দেখা পাওয়া আল-আমিন সেঞ্চুরি পূরণ করেন ৮৯ বলে। অর্থাৎ বাকি ৫০ রান করতে খেলেছেন ২৮ বল। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা আল-আমিনের দ্বিতীয় সেঞ্চুরি।