গত কয়েক দশকের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বেশি মানসিক রোগে ভুগছেন বলে দাবি করা হয়েছে এক জরিপে।
সাইকিয়াট্রিক সার্ভিসেস নামে একটি জার্নালে এ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে পার্স টুডে। এতে বলা হয়েছে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাংগোন মেডিক্যাল সেন্টার ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮ থেকে ৬৪ বছর বয়সী পূর্ণ বয়সীদের রোগীদের বিশ্লেষণ করেছে।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৩.৪ শতাংশ অর্থাৎ ৮৩ লাখ নাগরিক মারাত্মক মানসিক পীড়নে ভুগছেন।
আগের জরিপে এ হার ৩ শতাংশ বা তার চেয়ে কম ছিল বলেও জানিয়েছে পার্স টুডে।
একইসঙ্গে দেশটিতে মানসিক রোগে ভোগা মানুষদের চিকিৎসার সুবিধা কমার চিত্রটিও উঠে এসেছে জরিপে।