মাধুর ভান্ডাকারের সমালোচিত ছবি ‘হিরোইন’-এর জুনিয়র অভিনেত্রী মিনাক্ষি থাপাকে ভারতের এলাহাবাদে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। গত প্রায় একমাস ধরে নিখোঁজ থাকার পর সম্প্রতি পুলিশ মিনাক্ষির মৃতদেহ উদ্ধার করেছে।
মাধুর ভান্ডারকার ‘হিরোইন’ ছবিতে মিনাক্ষিকে একটি ছোট চরিত্রের জন্যে কাস্ট করেছিলেন। ছবির বেশ কিছু দৃশ্যে অভিনয়ও করেছেন তিনি। ছবির শুটিংয়ে খুব ভালো মিনাক্ষীর বন্ধুত্ব হয় অমিত কুমার এবং প্রীতি এলভিনা সুরিনের সঙ্গে। ছবির শুটিংয়ে পৌঁছতে খুব দেরি করতেননা তিনি। কিন্তু নিয়মিত শুটিংয়ে উপস্থিত থাকা মিনাক্ষি হঠাৎ করেই কাউকে কিছু না বলে গত একমাস আগ থেকে শুটিংয়ে আসা বন্ধ করে দেন। তার খোঁজে নিতে গেলে বন্ধুরা নিরাশ হয়ে ফিরেন। অবশেষে পুলিশ একমাস পর তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুপরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে মিনাক্ষিকে। কতিপয় ব্যক্তি তাকে মডেলিংয়ের বড় প্রজেক্টের লোভ দেখিয়ে দেখা করার কথা বলেন। মিনাক্ষি তাদের সঙ্গে দেখা করলে তারা তাকে অপহরণ করে ভারতের ইউপিতে নিয়ে যান। পরে অপহরণকারী তাকে নৃশংসভাবে গলা টিপে হত্যা করে এবং তার দেহ থেকে হাত কেটে ফেলে।
বিশ্বস্তসূত্র জানা গেছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মিনাক্ষি । শখের বশেই প্রথমে মডেলিং শুরু করেন। পরে ভাগ্য পরীক্ষার জন্য বলিউডের ছবিতে অভিনয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হলেন তিনি!