গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় রোববার মধ্যরাতে এক অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২৫টি ঘর এবং ১৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের ইপিজেড স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ২টার দিকে পূর্বচান্দরা এলাকাস্থ মো. শুকুর আলীর ভাড়া দেওয়া একটি ইলেক্ট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে এবং সংলগ্ন ভাড়াবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ও ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভাড়া বাড়ির টিনশেডে তৈরি ২৫টি ঘর এবং ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণ ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।