লুক্সেমবার্গ ও কিরগিজস্তানে নিযুক্ত অনারারি কনসালদের সঙ্গে তথ্যমন্ত্রীর মতবিনিময়

লুক্সেমবার্গ ও কিরগিজস্তানে নিযুক্ত অনারারি কনসালদের সঙ্গে তথ্যমন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশর অনারারি কনসাল হিসেবে লুক্সেমবার্গে নিযুক্ত থিয়েরি রেইশ ও কিরগিজস্তানে নিযুক্ত তাইমিরবেক আরকিনভের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সফররত কনসালদের কাছে প্রায় চার হাজার বছরের পুরনো এদেশের সভ্যতা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বছরে শতকরা সাতে উন্নীত হবার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
আলোচনায় লুক্সেমবার্গ ও কিরগিজস্তানের সঙ্গে তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার বিষয় সমঝোতা স্মারকের বিষয়ে নীতিগতভাবে একমত হন তারা।
পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ