যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হতে হবে : নাসিম

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হতে হবে : নাসিম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তরের যুদ্ধ ছিল প্রকাশ্য শত্রু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। এখন দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এবং এতেও অবশ্যই জয়লাভ করতে হবে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ)  মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ আয়োজিত ‘মুজিবনগর সরকার ও স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিম বলেন, যুদ্ধাপরাধের বিচার কাজ বিলম্বিত করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। খালেদা জিয়াও তাদের পক্ষ নিয়েছেন।

তিনি বলেন, প্রয়োজনে ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করে আরো অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করা যেতে পারে। এ সময় তিনি জামায়াত নেতা গোলাম আযমের প্রসঙ্গ টেনে বলেন, উচ্চতর আদালত কিন্তু তাকে নাগরিকত্ব দিয়েছিলেন। বিষয়টি মাথায় রাখতে হবে।

নাসিম আরো বলেন, আমলাদের মধ্যে বিএনপি-জামায়াতের লোক ঘাপটি মেরে বসে আছে। তারা বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে নানা ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের আমলাদের নির্দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

১৭ এপ্রিল বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দিন মুজিবনগর সরকার গঠন না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না।’ কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দিনটি পালন করায় ক্ষোভ প্রকাশ করেন নাসিম।

তিনি বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই অসম্পূর্ণ কাজগুলো শেষ করার পরামর্শ দেন।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মোজ্জাফফর হোসেন পল্টু, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনীতি