১১৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এমা মরানো মারা গেছেন। ইতালির ভারবানিয়ায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসির।
১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিয়েদমন্তে জন্ম এমার। অষ্টাদশ শতাব্দীতে জন্মগ্রহণকারী তিনিই ছিলেন আনুষ্ঠানিকভাবে সর্বশেষ জীবিত মানুষ।
দীর্ঘায়ুর কারণ হিসেবে তিনি জিনগত বৈশিষ্ট্য এবং দিনে তিনটি ডিম খাওয়ার অভ্যাসের কথা জানিয়েছিলেন আগে। তিনটি ডিমের মধ্যে দুটিই তিনি কাঁচা খেতেন।
আট ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বড়। তবে তার ভাই-বোনদের কেউই আর বেঁচে নেয়।
তিন শতাব্দীব্যাপী বিস্তৃত ছিল এমার জীবন। দীর্ঘ দিন বাঁচলেও বৈবাহিক জীবন সুখের ছিল না এমার, দেখতে হয়েছে দুই ছেলের মৃত্যু। এ ছাড়া দু’টি বিশ্বযুদ্ধ দেখা এই নারী দেখেছেন ইতালির ৯০টি সরকার।
২৭ বছর বয়সী এমার চিকিৎসক জানিয়েছেন, তিনি খুব কমই সবজি বা ফল পেতেন।
এমা প্রথম যে তরুণকে ভালোবেসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে তিনি মারা যান; এরপর আর বিয়ের ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
নিউ ইয়র্ক টাইসমকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেউ আমার উপর কর্তৃত্ব ফলাবে এটা আমি কখনোই মেনে নিতে পারিনি।